বিগ বসে এসেই পাল্টে যাচ্ছে রসায়ন, ভাঙছে ভিকি-অঙ্কিতার সংসার

‘পবিত্র রিস্তা’ মেগা ধারাবাহিকে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করে জনপ্রিয়তা পান অঙ্কিতা লোখাণ্ডে। সুশান্তের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভাঙার পর ভিকি জৈনের প্রেমে পড়েন তিনি। ২০২১ সালে ভিকিকে বিয়েও করেন। বিয়ের পরে জুটি হিসেবে একসঙ্গে ‘স্মার্ট জোড়ি’ রিয়্যালিটি শোয়েও দেখা মিলেছিল তাদের। তবে এখন ভাঙতে চলেছে অঙ্কিতা এবং ভিকির সংসার। বলিউডে এখন চর্চার বিষয় এটাই। ‘বিগ বস-সিজন ১৭তে বিবাহিত জুটি হিসেবে এসেছেন অঙ্কিতা এবং ভিকি। তারপর থেকেই শুরু হয়েছে সম্পর্কের দোলাচল। ‘বিগ বস’-এর ঘরে যাওয়ার পর থেকেই যেন তাদের দাম্পত্য প্রশ্নের মুখে। ক্রমাগত ঝগড়া।

রীতিমতো ভাঙনের মুখে সম্পর্ক। কথায় কথায় অঙ্কিতাকে অপমান করছেন ভিকি। যা চোখে লেগেছে অঙ্কিতার বন্ধু-বান্ধবদের। অঙ্কিতার স্বামীকে ‘টক্সিক’ তকমা দিয়েছে নেটপাড়া। সম্প্রতি মুক্তি পাওয়া ‘বিগ বস্‌’-এর একটি প্রোমোয় দেখা গেছে, অঙ্কিতার চোখে জল। কাঁদো কাঁদো মুখে স্বামীর কাছে অভিযোগ জানাচ্ছেন তিনি। মাঝেমধ্যে মুখ নিচুও করে ফেলছেন। কখনো আবার চোখের জলে ভাসছেন। ঘর ভর্তি প্রতিযোগীর সামনে স্ত্রীকে বার বার ধমক দিয়ে চলেছেন ভিকি। এ সময় অঙ্কিতার পাশে দাঁড়ান সঞ্চালক সালমান খান। ভিকিকে প্রশ্ন করেন, এমনভাবে কথা বলছো যে, তুমিই সবকিছু দিয়েছো, অঙ্কিতার কাছ থেকে কিছুই পাওনি তুমি! যদিও সালমানের কাছে পাল্টা ধমক খেয়ে খানিক নড়েচড়ে বসেন ভিকি।