‘টিম চিটাগং’ এর নতুন কমিটি

চবি প্রতিনিধি

‘টিম চিটাগং’ এর ২০২২ সালের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে সহ-সভাপতি হিসেবে আবরার শাহরিয়ার আকিব ও সাধারণ সম্পাদক তাসফিয়া মেহনাজ অতিথি নির্বাচিত হয়েছেন।

সোমবার (১০ জানুয়ারি) এ কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. রবিউল ইসলাম, যোগাযোগ ও মার্কেটিং সম্পাদক পদে সাখাওয়াত হোসেন সাব্বির এবং অর্থ সম্পাদক পদে ওয়ারেসুল জান্নাত( আনিকা) মনোনীত হয়েছেন।

‘টিম চিটাগং’ হলো একটি যুব সংগঠন। যা চট্টগ্রামের কিশোর-কিশোরীদের জন্য বৃহত্তর সুযোগ ত্বরান্বিত করে তাদের আত্মনির্ভরশীল করে তুলতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হতে উদ্বুদ্ধ করবে ‘টিম চিটাগং’। বাংলাদেশের বন্দর নগরী হিসেবে চট্টগ্রামের একটি ভৌগলিক ও অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। টিম চট্টগ্রাম চেষ্টা করছে চট্টগ্রামের প্রচারের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে।

এছাড়া যুব সমাজকে স্বনির্ভর করে চট্টগ্রামের উন্নয়ন করা এবং চট্টগ্রামকে বিশ্বের কাছে তুলে ধরা টিম চট্টগ্রামের অন্যতম লক্ষ্য।