চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স এর সাথে নবাগত পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপার এর সাথে শুভেচ্ছা বিনিময় করলো চুয়াডাঙ্গা ভলান্টিয়ার এর সদস্যরা। চুয়াডাঙ্গায় গত (২২ আগস্ট) জনাব আব্দুল্লাহ আল মামুন জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। কর্মক্ষেত্রে যোগদানের পর থেকেই বিভিন্ন অপরাধ দমনে আগের চেয়ে তৎপর হয়ে উঠেছে জেলা পুলিশ।

নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা জানাতে প্রায় প্রতিদিনই তার কার্যালয়ে আসছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তারই ধারাবাহিকতায় রবিবার ১৮ সেপ্টম্বর ২২ পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানাতে এবং তাদের কার্যক্রম সম্পর্কে পুলিশ সুপারকে অবগত করতে উপস্থিত হন সমাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স এর সদস্যরা।
এসময় পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন এবং তাদের কাজসমূহের প্রশংসা করেন, দেন উপহার, তিনি চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স এর পাশে থাকার কথা জানান। তিনি চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স এর আইটি টিমের সাথে কাজ করার পাশাপাশি যাবতীয় কর্মকাণ্ডে থাকারও আশ্বাস দেন।

শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স এর প্রধান সমন্বয়ক সময় টিভির জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসলাম হোসেন, চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স এর সদস্য, ৪০ তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মো. নজরুল ইসলাম শিমুল এবং জান্নাতুল ফেরদাউস, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ইসরাক জাহান মায়া, সাবেক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ৩৯ তম এস আই বাংলাদেশ পুলিশ এ (সুপারিশপ্রাপ্ত) মো. আবুল বাসার, সাবেক রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজের শিক্ষার্থী ও চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স এর আইটি সমন্বয়ক অ্যাপ ডেভেলপার মাহবুবুজ্জামান রিয়াদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী, রোকসানা জেবা, ফটোগ্রাফার মাহফুজ ইবনে আলমগীর এবং আলভি তাসনীম লাবণ্য প্রমুখ।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে গত ২২ আগষ্ট বিকেলে আব্দুল্লাহ আল-মামুন যোগদান করেন। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলমি পরিবারের সন্তান। তিনি বাংলাদেশ পুলিশের ২৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববদ্যিালয় হতে ইংরেজি সাহিত্যে স্নাতকওর ডিগ্রী অর্জন করেন।

নবাগত পুলিশ সুপার তার চাকুরীকালে নোয়াখালী জেলা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, কুমিল্লা জেলা এবং র্সবশষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

কাঙ্ক্ষিত জনবান্ধব চুয়াডাঙ্গা গড়তে নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ আল- মামুন জেলার সকল রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সাংবাদিক, সুশীল সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ ও সম্মানিত নাগরকিবৃন্দ সকলের সহযোগতিা কামনা করেন।
আব্দুল্লাহ আল-মামুন বিদায়ী পুলিশ সুপার মো.জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা এর স্থলাভিষিক্ত হলেন। তিনি সিআইডি, ঢাকায় পুলিশ সুপার হিসেবে বদলি হয়েছেন।