ঝালকাঠিতে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ঝালকাঠির রাজাপুরে সুমাইয়া আক্তার মিতু (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত এগারোটার দিকে উপজেলার বাগরী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মিতু রাজাপুর সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং পিরোজপুর জেলার কাউখালি উপজেলার বেতকা এলাকার মো. মনিরুজ্জামানের মেয়ে।
তার পরিবার উপজেলার মঠবাড়ী ইউনিয়নে পশ্চিম চর বাঘড়ি এলাকার ওয়াহেদ হাওলাদারের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
এলাকাবাসী জানান, মেয়েটি রাত সাড়ে নয়টায় ওর বিদ্যালয়ের এক শিক্ষকের বাসা থেকে প্রাইভেট পড়ে বাসায় ফেরেন। মিতুর বাবা ঢাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। দুই মাস আগে ওর মা বাবার কাছে ঢাকায় গেলে ওর নানি মিতুর কাছে থাকতেন। মিতুর বোন মীমের শ্বশুরবাড়ি কাছে হওয়ায় বোনও মাঝে মাঝে ওদের বাসায় আসতেন। সকালে দুই বোনের ঝগড়া হলে ওর বোন শ্বশুরবাড়ি চলে যায়।
সন্ধ্যার পরে প্রাইভেট পড়তে গিয়ে রাত সাড়ে নয়টার দিকে বাসায় ফেরেন মিতু। ঘটনার সময় মিতুর নানি পাশের ঘরে পান খেতে গিয়েছিলেন। পরে নানি এসে দরজার ফাঁক দিয়ে মিতুকে ফ্যানের সাথে ঝুলতে দেখে চিৎকার দিলে এলাকাবাসী জড়ো হয়। খবর পেয়ে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় মিতুর লাশ উদ্ধার করে।
সুরতহাল করে মরদেহটি থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন রাজাপুর থানা-পুলিশের উপপরিদর্শক মো. সোহেল।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, লাশ উদ্ধার করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মেয়েটি কি কারণে আত্মহত্যা করেছে ,ময়নাতদন্তের রিপোর্ট পেলেই সেটি জানা যাবে।