ছুরিকাঘাতে শিক্ষার্থী আহতের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাফফাত নাঈম নাফি নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্র আহত হয়েছেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবন থেকে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনের সামনে এসে থামে। সেখানেই অবস্থান নেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও মুচড়ে দাও’, ‘আমার ভাইয়ের রক্ত ঝরে, প্রশাসন জবাব চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেন।
আহত নাফির বন্ধু ইবরাহীম বলেন, ‘হিমেল ভাইয়ের রক্তের দাগ না শুকাতেই আমার বন্ধুকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজে রক্তাক্ত অবস্থায় আমার বন্ধু ভর্তি আছে। এভাবে আর কত রক্ত আমাদের দিতে হবে। আমাদের দেশের প্রথম শ্রেণির নাগরিক মনে করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের পক্ষ থেকে নিরাপদ আইন করা সময়ের দাবি।’
বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপদ না। হামলাকারীরা আজকের ভেতর গ্রেফতার না হলে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে যাবে। প্রশাসনকে বলতে চাই শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করুন। আর হামলাকারীদের গ্রেফতার করতে না পারলে রাবিয়ানরা ঘরে বসে থাকবে নাহ।’
সুমন হোসাইন নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা আজ হুমকির মুখে। ক্যাম্পাসের যেখানে সেখানে চুরি, ছিনতাই বেড়ে গেছে। মেসেও শিক্ষার্থীরা নিরাপদ নয়। সেখানে নিয়মিত চুরি ও ছিনতাই হতেই আছে। ছোট ভাইয়ের চিকিৎসার জন্য সব ব্যয় প্রশাসনকে গ্রহণ করতে হবে। একইসঙ্গে দোষীদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।’
৯ মার্চ রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাফফাত নাঈম নাফি আহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে।