ছাগল চোর সন্দেহে রাবি ছাত্র আটক!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রকে ছাগল চোর সন্দেহে আটক করেছে পুলিশ। তার সঙ্গে থাকা স্থানীয় মো. সাগর নামের আরো একজনকে আটক করে পুলিশ। আজ সোমবার (২১ মার্চ) দুপুর ১২টায় রাজশাহীর রুয়েট গেটের সামনে থেকে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে মতিহার থানা পুলিশ জানিয়েছে, ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় ছাগলের মালিক শাহেরা বানু ও তার স্বামী বাদশা মিয়া এবং তাদের লোকজন এসে সন্দেহভাজন চোর হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ দুজনকে আটক করে।
আটককৃত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র নিজেকে সিটিএসবির গোয়েন্দা পুলিশ পরিচয় দিতে থাকলে সিটিএসবির লোকজন সেখানে উপস্থিত হয়ে তার পরিচয় নিশ্চিত করেন। খবর পেয়ে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।