পর্নসাইট দেখে নিজ কন্যাকে দীর্ঘদিন ধর্ষণ, পিতা গ্রেফতার

রংপুর মহানগরীর কামার পাড়ায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা মাজেদ আলীকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে অভিযোগ পেয়ে শনিবার দিবাগত রাত ৩টায় তাকে গ্রেফতার করে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ জানান, আটক পিতা মাজেদ আলীর বিরুদ্ধে তার অষ্টম শ্রেণি পড়ুয়া নিজ কন্যাকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তার মোবাইলে পাওয়া গেছে বিভিন্ন পর্নসাইটের লিংক। এছাড়া তার বিরুদ্ধে মাদক সেবনেরও অভিযোগ রয়েছে।

তিনি জানান, বেশ কয়েক বছর থেকে নগরীর কামারপাড়ায় সাজু মিয়ার বাড়িতে দুই মেয়ে এবং স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন মাজেদ। পেশায় কখনো রঙমিস্ত্রী কখনো ভ্যানচালক। তার বাড়ি গাইবান্ধায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি।