অনার্সের শুরু থেকেই কয়েকটা বিষয় চর্চা করো
১. প্রেজেন্টেশন স্কিল: তুমি কোন সাবজেক্টে পড়ো সেটা বিষয় না, তোমার প্রেজেন্টেশন স্কিল সারা জীবনের সম্পদ। দেশের পাবলিক ইউনিভার্সিটিতে মাস্টার্স করেও, কখনো একটা প্রেজেন্টেশন দেইনি। আর এখন প্রতি সপ্তাহে একাধিক প্রেজেন্টেশন দিতে হয়।
প্রেজেন্টেশন হলো কমিউনিকেশন স্কিলের একটা অংশ। প্রেজেন্টেশনের মাধ্যমে একজন মানুষ তার কাজ, তার সৃষ্টি, তার ভাবনাকে অন্যের কাছে তুলে ধরে। বিলিভ মি, আমেরিকায় অনেক ইন্টারনেশনাল স্টুডেন্ট ভালো জব পায় না, এই প্রেজেন্টেশন স্কিলের অভাবে।
২. ভাবনার দক্ষতা: এই স্কিলটাও গুরুত্বপূর্ণ। আমরা সবাই ভাবতে পারি না। মনে হতে পারে আমরা সবাই ভাবি। কিন্তু আসলে সবাই ভাবতে পারে না। এই ভাবনা হলো ক্রিটিক্যাল থিংকিং। ইনোভেটিভ থিংকিং। থিংকিং এবাউট নিউ আইডিয়া। —এই স্কিলটা একজন মানুষকে বহুদূর নিয়ে যায়।
দেশে পড়াশুনার করার সময় এই বিষয়টা উপলব্ধি করতে পারিনি। সেভাবে কেউ বলেনি কখনো। ইনোভেটিভ থিংকিং কতো পাওয়াফুল, সেটা উপলব্ধি করতে পেরেছি বিদেশে আসার পর। তোমার ভিতর যদি ইনোভেটিভ থিংকিং পাওয়ার থাকে, তোমার ক্যারিয়ার হবে খুবই শক্তিশালী। যেই এরিয়াতেই কাজ করো না কেন।
ইউনিভার্সিটির শুরু থেকেই এই ধরণের ভাবনার চর্চা করতে হয়। থিংক ডিফরেন্টলি। ভিন্নভাবে ভাবা। ভিন্নভাবে চিন্তা করা। ছোট হোক আর বড়ো হোক, নতুন আইডিয়া নিয়ে ভাবো। এটা একটা চর্চার বিষয়। এই স্কিল সারাজীবনের পুঁজি। যেই দেশেই কাজ করো না কেন।
০৩. ইনভেস্টমেন্ট নলেজ: টাকা মানুষের জীবনের অপরিহার্য বিষয়। তাই ইনভেস্টমেন্ট সম্পর্কে ভালো জ্ঞান থাকা—সারাজীবনের জন্য পুঁজি। তোমার হাতে টাকা না থাকলেই যে ইনভেস্টমেন্ট নলেজ রাখা যাবে তা কিন্তু না। তুমি তো সারাজীবন অনেক কিছুই পড়ছো, যেটা কোন কাজেই আসে না। পরীক্ষা দিচ্ছো, যেগুলো শুধু পাশের জন্য। তাহলে শুধু টাকা থাকলেই ইনভেস্টমেন্ট নিয়ে জানতে হবে—এমন ভাবনার কোন কারন নেই।
দেশে থাকার সময় শুনতাম, মানুষ শেয়ার বাজারে নিঃস্ব হয়েছে। —কেন নিঃস্ব হয়েছে? কারণ, তাদের নব্বইভাগ শুধু অন্যের কথা শুনে গিয়ে টাকা ঢালে। শেয়ার মার্কেট কোন ছোটখাটো বিষয় না। এটা নিয়ে শিখেই জীবন পার করে দেয়া যায়। মানুষ যেমন পরীক্ষায় ভালো করার পরও ভালো চাকরি পায় না, তেমনি ইনভেস্টমেন্ট নলেজ থাকার পরও যে তুমি টাকা হারাতে পারো না তা কিন্তু নয়। তবে সম্ভাবনাটা অনেক কমে যায়। জ্ঞানের উদ্দেশ্য কি? —জ্ঞানের একটা উদ্দেশ্য হলো রিস্ক ফ্যাক্টর কমানো। যে যতো জানে, তার রিস্ক ফ্যাক্টর ততো কম।
তুমি কোন স্কিলটার জন্য সময় দিচ্ছো, জানাও। এই নলেজগুলো না থাকায় কি কখনো সমস্যায় পড়তে হয়েছে?
এ,এস/জেকে