প্রত্যেক মেয়ের মধ্যে একজন করে শেখ হাসিনা আছে : ফারিয়া
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে সুযোগ পেয়ে প্রথমে বিশ্বাসই করতে পারেননি ফারিয়া। এই অভিনেত্রীর কথায়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের বিষয়টি জানার পর নিজেকে দেশের সবচেয়ে সৌভাগ্যবান মনে হয়েছিল। কারণ, এ পর্যন্ত কেউ পর্দায় তার চরিত্রে অভিনয় করেনি। কাজ করার সময় মনে হয়েছিল, আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। তার সরলতা, তার মিষ্টিভাব, তার ইনোসেন্স, পরিবারের প্রতি ভালোবাসা, সব কিছু মিলিয়ে প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে।’
গেল বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে ‘মুজিব’ সিনেমার প্রিমিয়ার শো’য়ের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে বসে সিনেমাটি দেখার সুযোগ হয়েছিল ফারিয়ারও।