পাঁচদিন বাড়ানো হয়েছে মেডিক্যালে ভর্তি আবেদনের সময়

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ ২০২১-২২ সালের এমবিবিএস প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় আরও পাঁচদিন বাড়ানো হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী- আগামী ১০ মার্চ আবেদনের শেষ সময়। তবে সময়সীমা বাড়ানোয় আগামী ১৫ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এবার যারা এইচএসসি পাস করেছেন, তাদের মধ্যে অনেকে ফল পুনর্বিবেচনার আবেদন করেছেন। তাদের ফল আগামী ১৩ মার্চ প্রকাশিত হবে। চূড়ান্ত ফল অনুযায়ী তাদের মেডিকেলের ভর্তি পরীক্ষায় আবেদন করার সুযোগ দিতে সময়সীমা চারদিন বাড়ানো হয়েছে।’

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। ৭ মার্চ পর্যন্ত আবেদনকারীর সংখ্যা এক লাখ ৩২ হাজার ছাড়িয়েছে।

তবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, এবার মেডিকেলে ভর্তির জন্য পরীক্ষায় অংশ নিতে আবেদনকারীর সংখ্যা প্রায় এক লাখ ৬০ হাজার হতে পারে। আগামী ১ এপ্রিল এমবিবিএসের প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রাজধানীসহ সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে গত বছর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন এক লাখ ২২ হাজার ৮৭৪ জন। তবে পরীক্ষায় অংশ নেন এক লাখ ১৬ হাজার ৮৫৬ জন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি ১০৭টি মেডিকেল কলেজ রয়েছে। এতে মোট আসনসংখ্যা ১০ হাজার ৬৯৭টি। এরমধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা চার হাজার ৩৫০ এবং বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে আসন ছয় হাজার ৩৪৭টি।