মেডিকেলে ভর্তি: জাতীয় মেধায় ১৩ তম স্থান অর্জন করেছেন চুয়াডাঙ্গার সৌভিক
২০২১-২২ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ১৩ তম স্থান অর্জন করেছেন চুয়াডাঙ্গার সৌভিক ইসলাম । মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে এ ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে, মো: সৌভিক ইসলাম ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামে। বর্তমানে বাবা-মায়ের সাথে ঢাকাতে থাকেন।
সৌভিক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (ঢাকা) থেকে মাধ্যমিক ও নটরডেম কলেজ (ঢাকা) থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। তাঁর বাবার নাম মো: শফিকুল ইসলাম মল্লিক ও দাদার নাম মো: মসলেম মল্লিক। ফল প্রকাশের পর প্রতিক্রিয়ায় সৌভিক বলেন, এমন সাফল্যের জন্য তিনি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। মা-বাবাও অনেক ত্যাগ স্বীকার করেছেন। তাঁদের মুখে হাসি ফোটাতে পেরে সে অনেক খুশি। সৌভিক আদর্শবান ডাক্তার হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে চান।
এ বছর এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৯ হাজার ৩৩৭ জন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।
এর মধ্যে পাস করা ছেলের সংখ্যা ৩৪,৮৩৩ জন (৪৩.৯১%) এবং মেয়ের সংখ্যা ৪৪.৫০৪ জন (৫৬.০৯%)। সরকারি মেডিকেল কলেজে সুযোগ প্রাপ্ত ছেলের সংখ্যা ১৮৮৫ জন (৪৪.৫৬%), মেয়ে ২৩৪৫ জন (৫৫.৪৪%)।
এ বছর মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছেন সুমাইয়া মোসলেম মিম। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৯২.৫। তিনি খুলনা মেডিকে কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
অন্যদিকে লিখিত পরীক্ষায় ছেলেদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর স্কোর ৯১.৫।