মা-বাবার ইচ্ছে ছিল আমি একদিন ডাক্তার হবো: মিম
বাবা-মা দুজনেই চাকরিজীবী। তাদের ইচ্ছে ছিল মেয়ে ডাক্তার হবে। আর সেই ইচ্ছে পূরণ হলো ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলে। মেয়ে হয়েছেন দেশ সেরা।
বলেছিলাম সুমাইয়া মোসলেম মিমের কথা। ভর্তি পরীক্ষায় ২৯২ দশমিক ৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন খুলনার এই মেয়ে।
ফল প্রকাশের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মিম বলেন, আব্বু-আম্মুর ইচ্ছে ছিল আমি একদিন ডাক্তার হবো। আর সেটা আমার নিজের ইচ্ছায় পূরণ হতে যাচ্ছে। এখন ডাক্তার হয়ে মানুষের সেবা যতটুকু করতে পারি, যদি আল্লাহ রহমত করেন। ইনশায়াল্লাহ।
তার বাবার নাম মুসলেম উদ্দিন সরদার একজন সরকারি চাকরিজীবী। খাদিজা খাতুনও একজন সরকারি চাকরিজীবী। তার জন্ম ২০০৪ সালের ১১ অক্টোবর।
মোসলেম উদ্দীন সরদার বলেন, আমার মেয়ে ছোটবেলা থেকেই মেধাবী। এসএসসিতে যশোর বোর্ডের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছিলেন। এইচএসসিতে বোর্ডে সপ্তম স্থান অধিকার করেন। সেই ধারাবাহিকতা মেডিকেল ভর্তি পরীক্ষাতেও বজায় রেখেছে। আমার মেয়ের এমন সফলতায় বাবা হিসেবে আমি গর্বিত।
তিনি আরও বলেন, আমার মেয়ে প্রথমে ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে ভর্তি হয়েছিলেন। তবে ইঞ্জিনিয়ারিং কোচিং বেশিদিন ভালো না লাগায় তা বাদ দিয়ে মেডিকেল ভর্তি কোচিং শুরু করেন।
তিনি খুলনার ডুমুরিয়া গার্লস স্কুল থেকে ২০১৯ সালে এসএসসি এবং সরকারি এম এম সিটি কলেজ থেকে ২০২১ সালে এইচএসসি সম্পন্ন করেন।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৭৯ হাজার ৩৩৯ জন। এদের মধ্যে সরকারি মেডিকেলে চান্সপ্রাপ্ত ছেলেদের সংখ্যা এক হাজার ৮৮৫ জন। আর সরকারি মেডিকেলে চান্সপ্রাপ্ত মেয়েদের সংখ্যা দুই হাজার ৩৪৫ জন।