৪৬৩ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। প্রতিষ্ঠানটি তাদের একাধিক পদে ৪৬৩ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

প্রতিষ্ঠানের ধরন: সরকারি

পদ সংখ্যা: ৪৬৩টি

আরও পড়ুন: আকর্ষণীয় সিভি লেখার কৌশল

বয়স: ১ ফেব্রুয়ারি ২০২২ অনুয়াযী প্রার্থীর বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর। তবে বিশেষ ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

কাজের ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:

উপজেলা পল্লী উন্নায়ন কর্মকর্তা-২২জন, সহকারি প্রোগ্রামার-১জন,হিসাবরক্ষক-২৭৭জন, হিসাব সহকারী-৩৫জন,স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর-১০জন, ডাটা এন্ট্রি অপারেটর-৩জন, অফিস সহকারী কাম কম্পিউটর অপারেটর-১০জন,গাড়িচালক-৬জন, অফিস সহায়-২৫জন, নিরাপত্তা প্রহরী-৪৭জন, গবেষণা কর্মকর্তা-৫জন, ক্যামেরাম্যান-১জন,সহকারী আটিস্ট-১জন, গবেষণা অনুসন্ধানকারী-৩জন, পরিসংখ্যান সহকারী-২জন, নিরীক্ষা সহকারী-৭জন, ক্যাশিয়ার-২জন, প্রশিক্ষক-১জন, ড্রাফটসম্যান-১জন, অফসেট প্রিন্টিং অপারেটর-১জন,প্রুফরিভার-১জন, টেলিফোন অপারেটর-২জন, ইলেকট্রিশিয়ান-১জন, স্টোর কিপার-১ জন, পাম্প চালক-১জন

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২২ সাল পর্যন্ত।

আবেদেন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন