মানবিক শাখায় পড়া কি মেধার দুর্বলতা?

নবম শ্রেণিতে পড়া একটি শিক্ষার্থী কোন গ্রুপ নিয়ে পড়াশোনা করবে জিজ্ঞাসা করা হলে যখন উত্তর পাওয়া যায় মানবিক শাখা, তখনই প্রশ্নকর্তার মনোভাবটাই যেন বদলে যায়।
ভেবেই নেওয়া হয় শিক্ষার্থী হয় মেধায় দূর্বল কিংবা পড়াশোনায় অমনোযোগী। বিজ্ঞান বিভাগে না পড়াটা যেন অপরাধ হয়ে গেছে। বিশেষ করে ছেলেরা যদি মানবিক শাখায় পড়ে তাহলে বলা হয় এটা তো মেয়েদের পড়াশোনার বিষয়।

এভাবেই সমাজের মানুষ, আত্মীয় স্বজনদের কাছে বার বার খারাপ শিক্ষার্থীর তকমা পায় মানবিকে পড়া শিক্ষার্থীরা। ব্যবসায় শিক্ষাকে মাঝামাঝি মূল্যায়ন করা হয়, আর বিজ্ঞানের শিক্ষার্থীদের মনে করা হয় সর্বোচ্চ মেধাবী। তবে প্রশ্ন হলো, শাখা কি নির্ধারণ করতে পারে কোন শিক্ষার্থী ভালো কিংবা কোন শিক্ষার্থী খারাপ?

ছোটবেলা থেকে যার স্বপ্ন আইনজীবী হওয়ার, বিচারক হওয়ার সে ভালো শিক্ষার্থী হোক আর খারাপ, মানবিক নিয়েই পড়তে চাইবে। কারো সপ্ন যদি হয় উদ্যোক্তা হওয়া, সে নিশ্চয়ই ব্যবসা শিক্ষায় পড়তে চাইবে। আবার কারো ইচ্ছা যদি হয় বৈমানিক হওয়ার, বিজ্ঞানী হওয়ার সে নিঃসন্দেহে বিজ্ঞান বিভাগে পড়তে চাইবে এটাই স্বাভাবিক।

একটি সুন্দর ও সুশীল সমাজ গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের প্রয়োজন হয়। আইন পেশা ছাড়া দেশের শাসনব্যবস্থা চলবে না, চারিদিকে বেড়ে যাবে অরাজকতা। আর এই অরাজকতা থাকলে কোনো উদ্যোক্তা বা চিকিৎক শান্তিতে বাস করতে পারবে না। আবার উদ্যোক্তারা না থাকলে সকল বিভাগ থেকে পড়া শিক্ষার্থীদেরই চাকরি পাওয়া কঠিন হয়ে পড়বে।

একটি সুস্থ ও সুন্দর মানবসমাজ গড়ে তুলতে সকল পেশারই সমান গুরুত্ব আছে। মানবিক, ব্যবসা, বিজ্ঞান প্রতিটি বিভাগই সমান গুরুত্বপূর্ণ। কারো স্বপ্নকে অবজ্ঞা অধিকার আমাদের নেই।

আনিকা আকরাম অর্পি (১৬), কিশোরগঞ্জ