গাজীপুরে পুলিশের গুলিতে গার্মেন্টস শ্রমিক নিহত, থমথমে অবস্থা
গাজীপুরে পুলিশের গুলিতে গার্মেন্টস শ্রমিক নিহত, থমথমে অবস্থা
গাজীপুর জেলার বাসন থানার মালেকের বাড়ি এলাকায় পুলিশের গুলিতে রাসেল হাওলাদার (২৬) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। তিনি এনার্জিপ্যাক ডিজাইন গার্মেন্টসে ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন।
জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে টানা ৬ষ্ঠ দিনের মতো সোমবার সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় আন্দোলনে নামেন শ্রমিকরা। পরে বিকেলে কোনাবাড়ী ফ্লাইওভার এলাকার আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মিছিল করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে।
একপর্যায়ে পুলিশ লাঠচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে পাশের অলিগলিতে অবস্থান নেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মহাসড়কে অবস্থান নেয়। মহাসড়ক থেকে শ্রমিকরা সরে গেলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।