প্রতিষ্ঠাবার্ষিকীতে হাবিপ্রবি ছাত্রলীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী
বাংলাদেশ ছাত্রলীগ এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পূর্ব নির্দেশনা অনুযায়ী হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করে।
“সন্ধানী” ও “মেডিসিন ক্লাব” এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ, ইউনিটের একদল মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশ ছাত্রলীগ এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ শাখা, দিনাজপুর সার্বিক সহযোগিতা প্রদান করে।
হাবিপ্রবি ছাত্রলীগ নেতা, নুরনবী রাজা, মিনারুল ইসলাম রাজু, নাফিউল হাদী বাধন সহ অনেকেই রক্ত দান করে। এসময় ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন আকাশ বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ মানবতার ছাত্রলীগ। মানবতার ডাকে বাংলাদেশ ছাত্রলীগ সর্বদাই পাশে ছিল। আর ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।’