দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা সন্ধ্যায়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ ঘোষণা দেবেন।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে তফসিল ঘোষণা উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইসির সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিকেলে ২৬তম কমিশন সভা হবে। এরপর সন্ধ্যা ৭টায় সিইসি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

জানা গেছে, বিকেল ৫টায় কমিশনের বৈঠক শেষে তফসিল ঘোষণা করবেন সিইসি। নির্বাচন হতে পারে আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ে কমিশন ভবন ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।