ইংরেজি বর্ষবরণ : ঢাবিতে নিরাপত্তা জোরদার

ইংরেজি বর্ষবরণ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যে কোনো যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনকে সতর্ক অবস্থান দেখা গেছে। অন্য দিন ঢাবি ক্যাম্পাস সন্ধ্যার পর মুখরিত থাকলেও আজ কড়া নিরাপত্তার কারণে ভিন্ন দৃশ্যপট দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের নীলক্ষেত প্রবেশ পথ, শাহবাগ, দোয়েল চত্বর, চানখারপুলসহ বেশ কয়েকটি পয়েন্টে বহিরাগত প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এসব প্রবেশ পথ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইডি কার্ড দেখিয়ে প্রবেশ করতে হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্টিকারযুক্ত গাড়ি ও অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেওয়া হয়।

এদিকে টিএসসি, উপাচার্যের বাসভবন, রোকেয়া হল, সুফিয়া কামাল হলসহ গুরুত্বপূর্ণ সব জায়গায় ও প্রবেশ পথগুলোয় উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্যদের পাহারা দিতে দেখা গেছে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় বর্তমান শিক্ষার্থীদের কিছুটা বেকায়দায় পড়তে দেখা গেছে। তবে বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন তারা। তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করাটা যৌক্তিক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ইংরেজি বর্ষবরণ উপলক্ষে যেকোনো ধরনের অপ্রীতিকর, অপ্রত্যাশিত ঘটনা এড়াতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইংরেজি বর্ষবরণ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), হাতিরঝিল, বনানী ও গুলশানসহ বেশ কয়েকটি এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।