ঢাবি শিক্ষার্থী ইলমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আজ

“তোর লাশ তোর বাবার বাড়ি যাবে” নির্যাতনের সময় এমন কথাই নাকি বলা হয়েছিলো ইলমাকে।

ইলমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের ছাত্রী। গত ১৪ই ডিসেম্বার ইলমা তার স্বামী কর্তৃক নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেন।

ফেসবুকেই ইফতেখারের সাথে পরিচয়ের মাসখানেকের প্রেম সেখানে থেকে বিয়ের পিড়িতে বসেন। অর্থ বিত্তে এগিয়ে থাকা ইফতেখারকে নিয়ে শুরু থেকেই ইলমার পরিবার খটকায় ছিলো এবং বিয়েতে তাদের তেমন একটা সাড়া ছিলো না।  ইলমা জানতেন না ইফতেখার ফ্রান্সে এক সহধর্মিণী আর সন্তান রেখে এসেছেন।

ইলমা হত্যার বিচারে আগামীকাল ২০ডিসেম্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যে মানববন্ধন আয়োজন করেছে তার শিক্ষাবর্ষের বন্ধুরা।