ছাত্রলীগের কর্মীরা গণতন্ত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর : সাদ্দাম

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, জনগণের মালিকানা, সাংবিধানিক উপশাসন ও গণতন্ত্রের অ্যাম্বাসেডর হলেন ছাত্রলীগের কর্মীরা।

রোববার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ছাত্রলীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা চাই নির্বাচনের সময় যেন ছাত্রলীগের কর্মীরা আচরণবিধি ভঙ্গ না করেন। আমাদের ফাউল খেলার দরকার নেই বা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার প্রয়োজন নেই।

ছাত্রলীগ সভাপতি বলেন, অপ্রতিরোধ্য-আধুনিক ও উন্নত বাংলাদেশের প্রতীক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে ছাত্রসমাজের শপথ বাস্তবায়ন ও বাংলাদেশের গণতান্ত্রিক এবং সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখার প্রত্যয়ে কাজ করতে হবে।

সাদ্দাম বলেন, ক্যাম্পেইনিং কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে হবে। কারণ ভোট চাওয়াও একটি শিল্প। এর শিল্পী হচ্ছে ছাত্রলীগের কর্মীরা। মানুষের কাছে যাবেন, তরুণদের কাছে যাবেন, তাদের স্বপ্নের কথা বলবেন। দেশের প্রতিটি অঞ্চলেই সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে। সেটি মনে করিয়ে দেবেন। শেখ হাসিনাকে বিজয়ী করার জন্য কোনো ভাওতাবাজির প্রয়োজন নেই। স্মার্ট বাংলাদেশের পক্ষে সবাইকেই কাজ করতে হবে।

বর্ধিত সভার সঞ্চালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।