বিদেশে থাকা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করলেন ঢাবি ভিসি
র্তমানে বিদেশে অধ্যয়নরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রায় ২০০ জন শিক্ষকের সাথে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। ‘মিট অ্যান্ড গ্রিট’ শীর্ষক এই প্রোগ্রামটি সোমবার (৬ নভেম্বর) অনলাইন মিটিং প্লাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আইটি সেল এই ইভেন্টটি আয়োজন করে।
এই মতবিনিময় সভায় বিভিন্ন অনুষদ এবং ইনস্টিটিউটের প্রতিনিধিত্বকারী বারোজন ফ্যাকাল্টি সদস্য তাদের গবেষণার অভিজ্ঞতা, বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলিতে তাদের আলমা ম্যাটারকে অসাধারণ উচ্চতায় উন্নীত করার ব্যাপারে তাদের ধারণা এবং উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আলোচনা করেছেন।
এই অনলাইন সভায় আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, সব অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও শিক্ষকবৃন্দ।
এই মত বিনিময় সভা নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন বিদেশে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ইফতেখারুল ইসলাম। তিনি তার ফেসবুক পোস্টে জানান, আমরা মাননীয় ভিসি স্যারকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে আনন্দিত। আমি বিশেষভাবে মুহম্মদ শাহীনুর আলমকে ধন্যবাদ জানাই অনুষ্ঠানটি করার জন্য। ঢাকা ইউনিভার্সিটি ওভারসিজ টিচার্স কমিউনিটির পক্ষ থেকে সকলের সদয় উপস্থিতি এবং জড়িত থাকার জন্য কৃতজ্ঞতা জানাই।