তিন নেতাকে কারণ দর্শানোর নির্দেশ ঢাবি ছাত্রদলের

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার তিন নেতাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে ঢাবি ছাত্রদল। অভিযুক্ত তিনজন বিশ্ববিদ্যালয়ের দুই হলের সাংগঠনিক পদে রয়েছেন।

নোটিশে উল্লেখ করা হয়, সংগঠনের অভ্যন্তরীণ ভাবমূর্তি ক্ষুন্ন করায় তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে তিন দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে এবং লিখিত ভাবে জবাব দিতে হবে।

অভিযুক্ত তিন জন হলেন, কবি জসিমউদদীন হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক শেখ তানভীর বারী হামিম, একই হলের সিনিয়র সহ সভাপতি আবিদুল ইসলাম খান এবং বিজয় একাত্তর হলের সাধারণ সম্পাদক বিএম কাউসার।

এ বিষয়ে ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, এটা তেমন কোনো বিষয় নয়। আমরা নিউজ করার জন্য মূলত নোটিশটা দেইনি। তারা সংগঠনের অভ্যন্তরে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয় এমন কিছু কাজ করায় তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে। তাদেরকে স্থগিত বা বহিষ্কার করা হয়নি। এটা সংগঠনের অভ্যন্তরীণ বিষয়।