জাপান গার্ডেন সিটির বিল্ডিং থেকে লাফিয়ে ঢাবি ছাত্রীর ‘আত্মহত্যা’
রাজধানীর মোহাম্মদপুর এলাকার জাপান গার্ডেন সিটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বুধবার (১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ছাত্রীর নাম জায়না হাবিব প্রাপ্তি; তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ছিলেন।
আদাবর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাত সাড়ে ৮টার দিকে তিনি বলেন, আনুমানিক বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার দিকে ওই ছাত্রী জাপান গার্ডেন সিটির ১৬ নম্বর বিল্ডিং থেকে লাফিয়ে পড়েন। ঘটনাস্থলে পুলিশ আছে। পরবর্তী পদক্ষেপের বিষয়ে পরিবার সিদ্ধান্ত নিচ্ছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, আমরা এমন একটি খবর শুনেছি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।