ঢাকা বিশ্ববিদ্যালয়ও বন্ধ থাকবে, খোলা থাকছে আবাসিক হল
দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দু’সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ আজ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
এ সিদ্ধান্তের সাথে মিল রেখে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ও। তবে সেশনজট নিরসনে অনলাইন ক্লাস চলমান থাকবে।
আরও পড়ুন : ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এদিকে ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন , ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও এ সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে। এছাড়া আগামীকাল (২৩ জানুয়ারি) থেকে অনলাইন ক্লাস শুরু হবে। সীমিত হবে প্রশাসনিক ভবনের কার্যক্রম।
তিনি বলেন, আমাদের শ্রেণি কার্যক্রম চালু থাকবে। আগামী রোববার থেকে আমরা অনলাইন ক্লাসে যাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের বিষয়ে তিনি বলেন, এই মুহূর্তে আমরা আবাসিক হল বন্ধ করব না। শিক্ষার্থীরা যথাযথভাবে স্বাস্থ্যবিধি হলে অবস্থান করবেন। প্রশাসনিক ভবনের কার্যক্রমও আমরা সীমিত করব।