নিউ মার্কেট এলাকা থমথমে, শিক্ষার্থীরা রাস্তায়
দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া, ঢিলবৃষ্টি আর মারপিটের পর রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকানকর্মীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে বিরতি মিললেও পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সায়েন্স ল্যাবরেটরি থেকে নিউ মার্কেট পর্যন্ত সড়কে আগের রাত থেকেই যানবাহন চলাচল বন্ধ ছিল। সন্ধ্যায় মারামরির বিরতিতে গাড়ির চাকা আর ওই পথে গড়ায়নি। রিকশা, অটোরিকশার মত দুয়েকটি বাহন সাহস করে চলার চেষ্টা করলেও ছাত্ররা তাদের সরিয়ে দেয়।
পুলিশের নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান জানান, বিকালে দিক থেকে সংঘর্ষের তীব্রতা কমে আসছিল। সন্ধ্যায় ইফতারের সময়টা মোটামুটি চুপচাপই পার হয়।
“কিন্তু রাত পৌনে ৮টার দিকে ব্যবসায়ীরা আবার রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। ছাত্ররাও ক্যাম্পাস থেকে বেরিয়ে রাস্তায় অবস্থান নেয়। আমরা তখন ব্যবসায়ীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছি।”