জেলা প্রশাসনের সাথে চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স এর সাক্ষাৎ, সার্বিক কার্যক্রমে পাশে থাকার আশ্বাস
চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স এর সৃজনশীল কার্যক্রম নিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সাথে দীর্ঘ আলোচনা হয়েছে।(বুধবার ২১ সেপ্টেম্বর) সকাল ১০ থেকে শুরু হয়ে চলে টানা ১২.৩০মিনিট পযন্ত। ডিসি স্যারের পক্ষে আলোচনা হয় এনডিসি জনাব মো.হাবিবুর রহমান স্যারের সাথে। চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স এর কর্যক্রমের প্রশংসার পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেন।
অনবদ্য এই আয়োজনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স এর প্রধান সমন্বয়ক আসলাম হোসেন, চুয়াডাঙ্গা ভলান্টিয়ার্স এর সদস্য,৪০ তম বিসিএস শিক্ষা ক্যাডারে (সুপারিশপ্রাপ্ত) বর্তমানে ভি,জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রাজু আহমেদ এবং জান্নাতুল ফেরদাউস।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ইসরাক জাহান মায়া, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (কুয়েট) নূরে আলম সিদ্দিকী প্রিন্স। চুয়াডাঙ্গা সরকারি কলেজ এর ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী রোকসানা জেবা, ফটোগ্রাফার মাহফুজ ইবনে আলমগীর এবং আলভি তাসনীম লাবণ্য প্রমুখ।