চবি আবৃত্তি মঞ্চের একক আবৃত্তি প্রতিযোগিতা ২৩ মার্চ

চবি প্রতিনিধি

বাংলা ভাষায় আবৃত্তি চর্চাকে বেগবান করতে এবং বাংলা ভাষাভাষীদের ভাষা চেতনাকে আরো সমুজ্জ্বল করার প্রয়াসে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ আয়োজন করছে চট্টগ্রাম অঞ্চলভিত্তিক একক আবৃত্তি প্রতিযোগিতা-২০২২।

‘পলাশছোঁয়া শব্দবাণের খোঁজে’ প্রতিপাদ্যে আবৃত্তি মঞ্চের প্রয়াত সভাপতি ‘শ্রাবণী সেন শাওন’ স্মরণে এটি আয়োজন করা হচ্ছে। প্রতিযোগিতায় নিবন্ধন করা যাবে ২১ মার্চ রাত, ১২টা পর্যন্ত।

প্রতিযোগিতাটির বিষয় হচ্ছে বাংলাদেশ (ভাষা, মুক্তিযুদ্ধ, প্রকৃতি ও দেশপ্রেম)। বাছাই পর্ব হবে ২২ মার্চ এবং চূড়ান্ত পর্ব হবে ২৩ মার্চ।

প্রত্যেক প্রতিযোগী ১টি কবিতা আবৃত্তি করার সুযোগ পাবেন। নিরপেক্ষতার স্বার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের কোনো সদস্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।

নিবন্ধন করতে ক্লিক করুন