চবির শীতকালীন ছুটি ৭ দিন, শাটলের নতুন শিডিউল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শীতকালীন ছুটি সাতদিন ঘোষণা করা হয়েছে। আগামী রবিবার (২৬ ডিসেম্বর) থেকে ১ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিস বন্ধ থাকবে। তবে বন্ধের সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বন্ধের সময় আবাসিক হলগুলো খোলা থাকবে। তবে শাটল ট্রেনের জন্য নতুন সময়সূচি করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, বিভিন্ন বিভাগের পরীক্ষা চলমান থাকায় বন্ধের সময় আবাসিক হলসমূহ খোলা থাকবে। তবে শাটল ট্রেনের জন্য নতুন শিডিউল করা হবে।
ইই/ইই