চবি রংপুর বিভাগীয় ছাত্র পরিষদের যাত্রা শুরু

চবি প্রতিনিধি

“ইউনিটি ইজ আওয়ার আইডেন্টিটি” প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পড়ুয়া রংপুর বিভাগের আটটি জেলা নিয়ে রংপুর বিভাগীয় ছাত্র পরিষদের যাত্রা শুরু হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান। সাধারণ সম্পাদক পদে মুবতাসিম জুনাইদ সোহান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রাশেদ আল কোরানি।

গত ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের আমানত হলে জেলাগুলোর শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে ভূমিকা রেখেছেন নীলফামারী ছাত্র ফোরামের প্রাক্তন সভাপতি রাশেদ আল কোরানি।

আগামী একবছরের জন্য কমিটি গঠিত হয়েছে। আটটি জেলার মনোনীত ৩২ জন সদস্য এতে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। রংপুর জেলা ছাত্র সমিতির সম্মানিত সভাপতি সুজন আহমেদ ও লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি রবিউল ইসলাম রবি এতে নির্বাচন কমিশনারের ভূমিকা পালন করেন।

নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান বলেন, নবগঠিত রংপুর বিভাগীয় ছাত্র পরিষদ সম্পূর্ণভাবে একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও কল্যাণমূলক সংগঠন। বিভাগের আটটি জেলার পারস্পরিক সৌহার্দ্য ও সম্পর্কের মানোন্নয়নে এক হয়ে কাজ করে যাওয়ার মহান ব্রত নিয়ে এ সংগঠন যাত্রা শুরু করেছে। সভাপতি নির্বাচিত করে সম্মান ও শ্রদ্ধার যে স্থানটিতে আট জেলার নেতৃস্থানীয়রা আমাকে আসীন করেছেন তার যথোপযুক্ত প্রতিদান দেয়ার চেষ্টা করবো।