চবিতে আদিবাসী সংস্কৃতি ও ভাষা বৈচিত্র উৎসব অনুষ্ঠিত
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আদিবাসী সংস্কৃতি ও ভাষা বৈচিত্র উৎসব-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ‘নিজের ভাষায় মনের মতো সাজাই কথার ডালা, সংস্কৃতি নয় অবহেলার, এবার অহংকারের পালা’ প্রতিপাদ্যে উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসীদের একমাত্র সাংস্কৃতিক সংগঠন ‘রঁদেভু শিল্পীগোষ্ঠী’।
বুধবার (১৬ মার্চ) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠান শুরু হয়। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা। স্বাগত বক্তব্য রাখেন রঁদেভু শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক সজীব তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রঁদেভু শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি অম্লান চাকমা।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এ দুই পর্বে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান। অতিথিদের আলোচনা সভার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ডচেংনু চৌধুরী, সজীব তঞ্চঙ্গ্যা, রবি বিকাশ চাকমা এবং পহেলা চাকমার সঞ্চালনায় গান, নাচ ও আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মঞ্চ মাতিয়ে রাখেন রঁদেভু শিল্পীগোষ্ঠীর সদস্যরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য খুবই চমৎকার। আমরা একটি বিশ্বায়নের যুগে বসবাস করছি তাই আমাদের শ্রেণি বিভাজন করা উচিৎ না। সাংস্কৃতিক বৈচিত্র্য থাকলেও আমরা একত্রিত হয়ে বসবাস করতে চাই বহুমুখী সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে।
বিশেষ অতিথির বক্তব্যে রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, আদিবাসীদের নিজস্ব জীবনযাপন প্রণালী রয়েছে যেখানে সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ধরনের অনুষ্ঠান নিয়মিত করবেন বলে আশা করছি।
অনুষ্ঠানে রবি বিকাশ চাকমা এবং পহেলা চাকমার সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রহমান নাসির উদ্দিনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।