ঐতিহাসিক ৭ই মার্চ স্মরণে চবির ভিন্নষড়জ
চবি প্রতিনিধি
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাংস্কৃতিক সংগঠন ভিন্নষড়জ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে। সোমবার (৭মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে চবির প্রশাসনিক ভবন সংলগ্ন বঙ্গবন্ধুর চত্ত্বরে এই শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি।
এরপর প্রকৃতির সামনে দাঁড়িয়ে সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন করেন। এছাড়া ভিন্নষড়জ সভাপতি এ.কে.এম. কৌশিক আহমেদের কথা ও সুরে ‘মহান নেতার বজ্রবানী এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, গানটি সমস্বরে গাওয়া পরিবেশিত হয়।
ভিন্নষড়জের এই আয়োজনে অংশ নেন চবির আরেক সাংস্কৃতিক সংগঠন উত্তরায়ণের উপদেষ্টা প্রফেসর ড. হানিফ সিদ্দিকী এবং উত্তরায়ণের সভাপতি সম্পা বড়ুয়া।
ভিন্নষড়জ সভাপতি এ.কে.এম কৌশিক আহমেদ বলেন, ঐতিহাসিক ৭মার্চের ভাষণ আমাদের স্বাধীনতার পথ পরিক্রমা সৃষ্টি করেছে। সুতরাং বাঙালি চেতনায় ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব অনন্য।