স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চবি শামসুন নাহার হল ছাত্রীদের দেয়ালিকা প্রকাশ
চবি প্রতিনিধি
‘তোমার আমার ঠিকানা, পদ্মা, মেঘনা, যমুনা’ প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শামসুন নাহার হলের ছাত্রীদের স্বরচিত কবিতা, ছোটগল্প ও অনুভূতি সম্বলিত দেয়ালিকা প্রকাশ করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ দেয়ালিকা প্রকাশ করেন ছাত্রীরা।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে হল প্রাঙ্গণে দেয়ালিকাটি উদ্বোধন করেন চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। স্বাধীনতার চেতনা এবং ৭১’র বিভিন্ন দিক শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এমন উদ্যোগ গ্রহণ করে তারা।
সবাইকে ধন্যবাদ জানিয়ে চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রীরা সুন্দরভাবে দেশের স্বাধীনতা দিবসের বিভিন্ন দিকগুলো কবিতার মাধ্যমে যেভাবে ফুটিয়ে তুলেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এসব কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্বাধীনতার প্রকৃত চেতনা বৃদ্ধির পাশাপাশি দেশব্রতী কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে।
তিনি বলেন, স্বাধীনতার কথা আসলেই যার কথা প্রথমে মনে পড়ে, তিনি হলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর আদর্শ মনেপ্রাণে ধারণ করে এগিয়ে যেতে হবে আমাদের।
শামসুন নাহার হলের প্রভোস্ট ড. লায়লা খালেদার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর গোলাম কুদ্দুস লাভলু, অরুপ বড়ুয়া ও এস এ এম জিয়াউল ইসলাম। এসময় হলের প্রায় অর্ধ-শতাধিক ছাত্রী উপস্থিত ছিলেন।