চবিতে ছাত্রলীগের ইফতার ও দেয়া মাহফিল অনুষ্ঠিত
চবি প্রতিনিধি
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সবেক মেয়র ও নগর আওয়ামীলীগের সাবেক সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ। এসময় শাখা ছাত্রলীগের সাবেক-বর্তমানসহ বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন সুমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। তিনি তাঁর বক্তব্যে বলেন, মহিউদ্দিন চৌধুরী ছিলেন চট্টগ্রামের মুকুটবিহিন সম্রাট। বাংলাদেশে অনেক চৌধুরী আছে। কিন্তু চট্টগ্রামে চৌধুরী বলতে একজনকেই বুঝায়। তিনি হলেন মহিউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, চট্টগ্রাম শহর একসময় নোংরা হয়ে থাকত। উনি মেয়র হওয়ার পরেই প্রথম শহর পরিস্কারের উদ্যোগ গ্রহণ করেন৷ যারা পরিস্কারের কাজ করতেন তাদেরকে তিনি সেবক নামে ডাকতেন। তিনি চট্টগ্রামের অলিতে গলিতে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল গড়ে তুলেছেন।
এতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এস এম মনিরুল হাসান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সেলিনা আখতার, সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া, খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর সাইদুল ইসলাম সোহেল, চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ইমরান হোসাইন ও বর্তমান সভাপতি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
বক্তব্যে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হল রুবেল বলেন, বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। কিন্তু তার আদর্শ আমাদের মাঝে এখনো আছে। তাই বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রাখার জন্য ছাত্রলীগকেই সবচেয়ে বড় ভুমিকাটা পালন করতে হবে। তিনি বলেন, ছাত্রলীগ একটি সুশৃঙ্খল সংগঠন। বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে ছাত্রলীগ ত্যাগী ভূমিকা রাখছে। সবাইকে ছাত্রলীগের পতাকা তোলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।