চবি ৫০তম ব্যাচের ইফতার মাহফিল ও মিলনমেলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫০তম ব্যাচের (২০১৪-১৫ সেশন) শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জাদুঘর প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধ-শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। ইফতার মাহফিল হলেও শিক্ষার্থীদের জন্য এটি একটি মিলনমেলায় পরিণত হয়৷
৫০তম ব্যাচের বেশিরভাগ শিক্ষার্থী স্নাতক, স্নাতকোত্তর শেষ করেছেন৷ কিছু বিভাগের সেশনজট থাকায় গুটি কয়েক রয়েছে ক্যাম্পাসে। এছাড়া রাজনৈতিক কারণে অনেকে ক্যাম্পাসে অবস্থান করছেন। বাকিরা কেউ চাকরি করছেন, কেউ নিচ্ছেন চাকরির প্রস্তুতি, কেউ-বা বিয়ে করে ঘর সামলাচ্ছেন। ইফতার পার্টির খবর পেয়েই ব্যস্ততাকে ছুটি দিয়ে এসেছেন অনেকেই।
আয়োজনে এসে সবাই গল্পে, আড্ডায় মেতে উঠেন। দীর্ঘদিন পর দেখা হওয়া বন্ধুর সাথে খোশ গল্পে সময় কাটান তারা। হাসি, ঠাট্টা আর সেলফি তো আছেই। হাসি আনন্দে ফিরে যান ক্যাম্পাসের জীবনের শুরুর দিনগুলোতে। ইফতার শেষে সবাই যৌথ ছবি তুলে বিদায় নেন শিক্ষার্থীরা।
আয়োজনের অনুভূতি প্রকাশ করে ৫০তম ব্যাচের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কাজী মাহমুদ হাসান অয়ন বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষ থেকে ইচ্ছা ছিলো সম্মিলিতভাবে ৫০তম ব্যাচের একটা মিলনমেলা আয়োজন করবার। দেরীতে হলেও সেই ইচ্ছাটা আজ পূর্ণ হয়েছে। এমন একটা আয়োজন বিশ্ববিদ্যালয়ে ইতিহাস হয়ে থাকবে এবং আমরা এমন আয়োজন আরো করবো ভবিষ্যতে। ৫০তম ব্যাচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আরো অনেক কিছু উপহার দিবে। এই আয়োজন তার একটি প্রারম্ভিকা। আমাদের ইচ্ছা ২০২৪ সালে আমাদের ৫০তম ব্যাচের বিশ্ববিদ্যালয়ে আসার ১০ বছর পূর্তি উৎসব আয়োজন করার। ইনশাআল্লাহ তখন আবারো আমাদের বন্ধুদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহন থাকবে।