চবি পটিয়া স্টুডেন্টস ফোরামের সভাপতি আনিছ সম্পাদক গিয়াস
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পটিয়া স্টুডেন্টস ফোরাম নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. আনিছ এবং সাধারণ সম্পাদক হয়েছেন স্পোর্টস সায়েন্স বিভাগের গিয়াস উদ্দিন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ফোরামের উপদেষ্টাবৃন্দের এক বিশেষ সভায় ২০২১-২২ সেশনের আংশিক এ কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি মো. আনিছ বলেন, আমার চেষ্টা থাকবে আমাদের পটিয়ার যেসব ভাই-বোন ফোরামে আছে তাদের দক্ষতা বাড়ানোর জন্য বিভিন প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা এবং তার পাশাপাশি পুরো পটিয়া জুড়ে উচ্চ শিক্ষা গ্রহণে সঠিক তথ্যর যে অভাব এবং ভীতি রয়েছে সেটি দূর করার জন্য বিভিন্ন সভা-সেমিনার আয়োজন করা।
সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বলেন, পুরো বছর জুড়ে চেষ্টা থাকবে সভাপতিকে সর্বোচ্চ সহযোগিতা করে যাওয়া এবং আমরা সবাই মিলে যেসব পরিকল্পনা করব তা যেন যথাযথ বাস্তবায়ন করতে পারি।