শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চবিতে মানবন্ধন
চবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও ছাত্রলীগের হামলার ঘটনার প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সোমবার (১৭জানুয়ারি) দুপুর ১২টার সময় বিশ্ববিদ্যালয় শহিদ মিনারে সামনে প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেন তারা।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, যুগে যুগে বিভিন্ন অধিকার দাবিতে শিক্ষার্থীরাই সর্ব প্রথম এগিয়ে এসেছে। ছাত্রদের সকল সমস্যায় এগিয়ে আসছে।সেই শিক্ষার্থীদের ওপর বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে সাহস পায় হামলা করার। কেন রক্তাক্ত হবে বিশ্ববিদ্যালয় । কেন বার বার হামলার শিকার হবে সাধারণ শিক্ষার্থীরা।আমরা এই কর্মসূচি থেকে শাবিপ্রবি শিক্ষার্থীদের সকল দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং অবিলম্বে শাবিপ্রবির প্রক্টরিয়াল বডি,ভিসির পদত্যাগ দাবি করছি।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী দেওয়ান তাহমিদ বলেন, শাবিপ্রবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন ও দাবি-দাওয়া সেটার সঙ্গে আমরা সম্পূর্ণ সংহতি প্রকাশ করি। প্রশাসনের মদদে শিক্ষার্থীদের ওপর পর পর দুইবার হামলা হয়েছে সেই হামলার আমরা প্রতিবাদ জানাই।
অবশ্যই প্রশাসনকে এর জবাবদিহিতা করতে হবে এবং যারা হামলার সাথে যুক্ত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
শাবিপ্রবির শিক্ষার্থীদের ওপর হামলা শুধু শাবিপ্রবির ওপর না, সেটা সব বিশ্ববিদ্যালয়ের ওপরই হামলা।
পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আশরাফী নিতু বলে বিচারহীনতার নজির আজকের এই হামলা। যেখানে ছাত্রীরা হলের নিরাপত্তা ও অব্যবস্থাপনা নিয়ে কথা বলতে গিয়ে শিক্ষকের স্বৈরাচারী আচরণের মুখোমুখি হন। শিক্ষকদের বিবেক কীরকম অবস্থায় এসে পৌঁছেছে যে তারা নিজেদের পদ রক্ষা করার জন্য শিক্ষার্থীদের ওপর গুলি চালাচ্ছে, রাবার বুলেট চালাচ্ছে। আমরা এই হামলার তীব্র ধিক্কার ও নিন্দা জানাই। শাবিপ্রবি শিক্ষার্থীদের ৩ দফা দাবি অবিলম্বে মেনে নিতে হবে। এটা শুধু শাবিপ্রবির শিক্ষার্থীদের ওপর হামলা নয়, দেশের সকল শিক্ষার্থীদের ওপর হামলা।
তামিম আহমেদ শরিফ/ইই