প্রতিষ্ঠাবার্ষিকীতে চবি ছাত্রলীগের কম্বল বিতরণ

চবি প্রতিনিধি

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ২’শত অসহায় ও দু:স্থদের মাঝে কম্বল বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের একাংশ। মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকাল তিনটায় ক্যাম্পাসের জিরো পয়েন্টে চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াসের নেতৃত্বে এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সার্বিক সহযোগিতায় কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস বলেন, শহরের চেয়ে গ্রাম পর্যায়ে শীতের মাত্রাটা বেশি। এখানকার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছি। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই চট্টগ্রাম তথা সারাদেশের জনপ্রিয় নেতা সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী পুত্র ব্যারিস্টার নওফেল ভাইয়ের প্রতি। তাঁর সার্বিক সহযোগিতায় এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি।

এসময় উপস্থিত ছিলেন সাবেক অর্থ সম্পাদক জাহেদুল আওয়াল ও সাবেক সহ-সম্পাদক নজরুল ইসলাম সবুজসহ চবি ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।