নতুন বছরে চবি ছাত্রলীগ নেত্রী শামীমা সীমার শীতবস্ত্র বিতরণ
চবি প্রতিনিধি
ইংরেজি নতুন বছর উপলক্ষে শীতার্ত, অসহায় ও পথশিশুদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগ নেত্রী শামীমা সীমা।
বছরের শেষদিন শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন অলিগলিতে, চবি ক্যাম্পাসে ও হাটহাজারীতে ঘুরে ঘুরে ৫০টি কম্বল এবং যাবতীয় শীতবস্ত্র বিতরণ করেন তিনি৷ অসহায়দের মুখে হাসি ফুটাতে নববর্ষে এমন উদ্যােগ ছাত্রলীগের এই নেত্রীর।
শামীমা সীমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি চবি মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন৷ রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সেবাধর্মী কাজ করেন ছাত্রলীগের এই নেত্রী৷ প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় হলে ছাত্রীদের নির্বিঘ্নে থাকার ব্যবস্থাসহ যাবতীয় সহযোগিতা করে থাকেন৷ এছাড়া বিভিন্ন সময় এতিমদের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ, ঈদ বস্ত্র বিতরণ এবং বৃক্ষরোপণসহ নানা সামাজিক কাজ করে থাকেন শামীমা সীমা।
শামীমা সীমা বলেন, নববর্ষে অনেকে অনেক রকম আয়োজন করে থাকে। আমি চেয়েছি বছরের শেষ দিনটি আমার অসহায়দের সাথে কাটুক। আমার এই ছোট্ট উপহার যদি তাদের মুখে হাসি ফুটায় সেটা হবে আমার জন্য আনন্দের। নতুন বছর তাদের জন্য সুখময় হোক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ ধারণ করে মানুষের সেবা করে যেতে চাই।
ইই/ইই/ক্যাম্পাস নিউজ