চবি ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেলের মাস্ক বিতরণ
চবি প্রতিনিধি
আবারো করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী, কর্মচারী, রিকশাচালকসহ সকল পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। রবিবার বিকালে ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় মাস্ক বিতরণ করা হয়। এরপর ট্রেনের বগিতে বগিতে গিয়ে মাস্ক বিতরণ করেন তিনি।
মাস্ক ও স্যানিটাইজার বিতরণ শেষে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর প্রবেশমুখে হ্যান্ডওয়াশ প্রদান করেন। মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পেয়ে সাধারণ জনগন ও শিক্ষার্থীরা আনন্দিত। রেজাউল হক রুবেল বলেন, আমাদের এই কাজ অব্যাহত থাকবে, যতদিন না পর্যন্ত করোনার প্রকোপ হ্রাস পায়।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমন নাসির, এছাড়া সায়ান দাশ, সোপান, রাফি, শরিফউদ্দিনসহ আরো অনেকেই।