চবিতে পথশিশুদের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ
ক্যাম্পাসনিউজ ডেস্ক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগ কর্মী ফালগুনী দাসের উদ্যােগে পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে প্রায় ৬০ জন পথশিশুর মাঝে এই ইফতার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছাত্রলীগ কর্মী ফালগুনী দাস।
মাহে রমজান উপলক্ষে এরকম উদ্যােগ চবিতে আর চোখে পড়েনি। ছাত্রলীগ কর্মী ফালগুনী দাসের উদ্যোগে পথশিশুদের সাথে দীর্ঘ সময় অতিবাহিত করেন তিনি এবং তাদের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে সুন্দরভাবে আয়োজনটি সম্পন্ন করেন।
এসময় ইকবাল হোসেন টিপু বলেন, মাহে রমজানে এই উদ্যোগগুলো অব্যহত থাকবে এবং এরকম পথশিশু ও সুবিধা বঞ্চিত যারা রোজা রাখেন তাদের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া হবে। পথশিশু এবং সুবিধা বঞ্চিত শিশুদের সাথে সময় কাটিয়ে খুবই ভালো লাগছে।
ফালগুনী দাস বলেন, পথ শিশুদের সাথে সময় কাটাতে আমার ভালো লাগে। এর আগেও আমি বিভিন্ন জন্মদিন এবং অনুষ্ঠানে পথশিশুদের সাথে সময় কাটিয়েছি। তবে এবারে একটু ভিন্নভাবে তাদের সাথে সময় কাটানোর চেষ্টা করেছি। রমজানে অনেক শিশু আছে যারা রোজায় নিজেদের মত আনন্দ করে সময় কাটাতে পারে না বা তাদের সার্বিক পরিস্থিতি হয়ে উঠে না। তাই তাদের হাতে ইফতার তুলে দিয়ে মুখে আনন্দের হাসি ফুটানোর ক্ষুদ্র চেষ্টা এটা। এরকম উদ্যােগ আগামীর অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করেন ছাত্রলীগ কর্মী ফালগুনী দাস।
এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ কর্মী আঁখি আহমেদ, জাফরিন নুসায়া, উম্মে হাবিবা পাঁপড়ি, মাছেন, তামান্না ইসলাম, ফালগুনী বিশ্বাস, সাথী রানী, এষা, ফারিহা নানজিবা, ফারজানা ইয়াসমিন, ফাতেমা ও ফৌজিয়াসহ অনেকেই।