‘আমরা গাজার প্রতিটি শিশুর অদম্য স্বপ্নের ভিতর বাঁচি’
ফিলিস্তিনের গাজায় ইজরায়েলের চলমান সহিংসতার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এ সময় আইসিটি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সায়েম মুহাইমিন বলেন, আমরা গাজার প্রতিটি শিশুর অদম্য স্বপ্নের ভিতর বাঁচি। আমরা বলতে চাই আমরা ইব্রাহিমের ঈমান, ইসমাঈলের ইখলাস নিয়ে বাঁচি।
রবিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য প্রদান করেন শিক্ষার্থীরা।
এসময় কুবি শিক্ষার্থী আরও বলেন, সায়েম মুহাইমিন আপনারা জানেন ফিলিস্তিন ও ইজরায়েলের মধ্যকার এই সংঘর্ষ এক পাক্ষিক। আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মতোই একটি বিশ্ববিদ্যালয় ‘গাজা বিশ্ববিদ্যালয়’ সন্ত্রাসী ইজরায়েল বোমা মেরে গুঁড়িয়ে দিয়েছে। আমরা শিক্ষার্থী হিসেবে বলতে চাই আমরা গাজার সকল ভাই ও বোনদের পাশে আছি।
সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা, বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান করেন। ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র ইজরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক, আল আক্বসা থেকে নামাজের দিক পরিবর্তন করেছি মনের দিক না, যে কাঁদে কাঁদুক তবু লিখি ফুটনোট, ফুল তুই তেলাবিবে বোমা হয়ে ফুট, আল আক্বসায় হামলা কেন জবাব চাই,’ ইত্যাদি স্লোগান ও ব্যানার-পোস্টারে অবস্থান নিতে দেখা যায় শিক্ষার্থীদের৷