৫০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেবে চবি

স্বাধীনতা সংগ্রামে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৫০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

বুধবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, দুইটা ক্যাটাগরি বিবেচনা করে আমরা সম্মাননা দেবো। সবাই গেজেটভুক্ত কী-না এবং ভাতা পান কী-না। অনেকে যুদ্ধে অংশ দিয়েছেন তবে গেজেটভুক্ত নন। তাদেরকে বিবেচনা করা হচ্ছে না।

উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম অঞ্চলের মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রাথমিকভাবে ৫০ জনকে দেওয়া হলেও সম্মাননা প্রদান চলমান থাকবে। চবির সঙ্গে আমি ৩০ বছর ধরে সম্পৃক্ত আছি। এ ৩০ বছরে এরকম সম্মাননা দেওয়া হয়নি। এর আগে হয়েছে কী-না আমার জানা নেই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সেলিনা আখতার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ প্রমুখ।