‘এসো মানুষের জন্য কিছু করি’ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

চবি প্রতিনিধি 

 ‘এসো মানুষের জন্য কিছু করি’ নামে মানবিক সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ শে ডিসেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর প্রান্তিক জনপদ বায়েজিদ লিংক রোড সংলগ্ন সুপারি বাগান এলাকায় ছিন্নমূল সুবিধাবঞ্চিত এবং অসহায় মানুষদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। 

‘এসো মানুষের জন্য কিছু করি’ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক এবং বাংলাদেশ আওয়ামীলীগের  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য রেজাউল করিমের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। এসময় ওয়ান বাংলাদেশ চট্টগ্রাম জেলার সভাপতি ও চবি জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম, ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডেলান, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ, সহ-সভাপতি ফরিদ আলম, সমাজকর্মী নেছার আহমেদ খান, ওবাইদুর রহমান, শিক্ষাবিদ উত্তম কুমার আচার্য, সংস্কৃতিকর্মী সজল কান্তি চৌধুরী, সাংবাদিক মুজিবুল্লাহ তুষার ও ফুলকলির জিএম এম এ সবুর  মনিকা রানি ধর প্রমুখ  উপস্থিত ছিলেন। 

করোনার শুরু থেকেই ‘এসো মানুষের জন্য কিছু করি’ সংগঠনের মাধ্যমে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন চবির সহযোগী অধ্যাপক রেজাউল করিম। তার এসব উদ্যোগ সর্ব মহলে প্রশংসা পেয়েছে। সেবামূলক কাজগুলোর মধ্যে, করোনায় টিউশন হারিয়ে বিপাকে চবি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সাহায্য প্রদান, রমজানে প্রতিদিন মানুষের মাঝে ইফতার বিতরণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান এবং বিনামূল্যে মাস্ক, ভ্যাকসিন নিবন্ধন বুথ স্থাপন, চট্টগ্রামে প্রতিষ্ঠিত দেশের প্রথম অস্থায়ী ৬০ শয্যার ‘ফিল্ড হাসপাতালে অনুদানের চেক হস্তান্তর, তীব্র শীতে যখন পথের ধারে মানুষগুলো কাঁপছিলো তখন পথে পথে ঘুরে অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এছাড়া নিম্ন আয়ের মানুষদের সহায়তা, ঈদে চবি শিক্ষার্থীদের বাসায় ঈদ উপহার পৌঁছে দিয়েছেন তিনি। 

ইই/ইই