হযরত কায়েদ ছাহেব (রহ.) হুজুরের মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রামে দোয়া মাহফিল
চবি প্রতিনিধি
উপমহাদেশের প্রখ্যাত ইসলামিক দার্শনিক ও চিন্তাবিদ হযরত মাওলানা কায়েদ ছাহেব হুজুর (রহ) এর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নেছারাবাদ মুসলিহীন চট্টগ্রাম ও জেলা কমিটির উদ্যোগে ইফতার ও ইছালে সাওয়াব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সরকারী সিটিএস জামে মসজিদে এটি অনুষ্ঠিত হয়। এসময় নগরীর প্রায় দেড় হাজার জনতার জন্য ইফতারির আয়োজন করা হয়। আলোচনা শেষে কায়েদ ছাহেব হুজুরের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হুজুরের সুযোগ্য নাতী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হযরত মাওলানা মো. শহীদুল হক৷
এতে সভাপতিত্ব করেন মুসলিহীন চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব এস এম জাহাঙ্গীর আলম। এতে আলোচক হিসেবে আলোচনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমিনুল হক, বায়তুশ শরফ দরবার শরিফ এর খতিব হযরত মাওলানা কাজী মো. ফজলুর রহমান, আগ্রাবাদ সরকারী সিটিএস জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আবু হানিফা মোহাম্মদ নোমান ও ঝালকাঠি নেছারাবাদ দরবার শরীফের কেন্দ্রীয় মুবাল্লিগ মাওলানা মো. সোলায়মান।
আমন্ত্রিত অতিথি ছিলেন সাবেক ইনকাম টেক্স কমিশনার মো. মফিজ উল্ল্যাহ, চট্টগ্রাম ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের কমিশনার মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ, মুসলিহীন চট্টগ্রাম জেলার সভাপতি মো. জামসেদুর রহমান, মুসলিহীন চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক মো. ইসহাক হোসেন চৌধুরী (কিছলু) ও মুসলিহীন জেলার সাধারণ সম্পাদক মো. জাহেদ রেজওয়ান টিপু। এছাড়া মুসলিহীন চট্টগ্রাম জেলা, মহানগর ও থানাসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও অসংখ্য সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা সভাপতি মো. শহীদুল হক রমজানের শিক্ষা নিয়ে আলোচনা করেন৷ এর মধ্যে ইখলাস, সাম্য, তাহাজ্জুদ ও নফল ইবাদত নিয়ে তিনি বিশদভাবে আলোচনা করেন। শেষে কায়েদ ছাহেব হুজুরের আত্নার শান্তি কামনা করে দোয়া করা হয়।
বক্তারা বলেন, কায়েদ ছাহেব হুজুর ছিলেন একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। তিনি অনেক গ্রন্থ লিখে গেছেন। যেটা অনেকের চোখ খুলে দিতে সহযোগিতা করেছে। সমাজ থেকে শিরক, বিদয়াত দূরীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি৷ উপ-মহাদেশের মধ্যে খ্যাত এরকম একজন আলেম আমাদের সমাজের জন্য আলোকবর্তিকা স্বরুপ ছিলেন।
তিনি মানুষকে তার পরিচয় দিয়েই বিবেচনা করতেন। তিনি ছিলেন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের আস্থাভাজন ও পরম শ্রদ্ধেয়। এজন্য প্রতিবার উঁনার মৃত্যুবার্ষিকীতে হাজারো ব্যস্ততা উপেক্ষা করে ছুটে আসেন অসংখ্য মানুষ।
কোটি ভক্তকে শোকসাগরে ভাসিয়ে ২০০৮ সালের ২৮ এপ্রিল ইন্তেকাল করেন কায়েদ ছাহেব হুজুর (রহ.)। ইন্তেকালের ১৪ বছর পেরিয়ে গেলেও তিনি কালের গহ্বরে হারিয়ে যাননি বরং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নানান সঙ্কটে তার অভাব অনুভব করছে দেশবাসী। ৮ এপ্রিল চট্টগ্রামে আয়োজিত আলোচনা সভায় স্মৃতিচারণে আবেগাপ্লুত হয়েছেন বক্তা-শ্রোতা সবাই। এসময় সবাই কায়েদ ছাহেব হুজুরের জন্য প্রাণ খোলে দোয়া করেন।