শীতার্ত-অসহায়দের মাঝে রাশেদুল ইসলাম রাসেলের শীতবস্ত্র বিতরণ

হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার অন্তর্গত শিকারপুর ইউনিয়ন পরিদর্শন ও গরীব দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা কমিটির সম্মানিত সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মো. রাশেদুল ইসলাম রাসেল। শনিবার (২৩শে জানুয়ারি) বিকালে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে ‘মানবিক বাজার’র প্রধান উদ্যোক্তা এরশাদ সিদ্দিকী, স্থানীয় ইউপি সদস্য রাজীব সরকার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা রাশেদুল আলম জিসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রাশেদুল ইসলাম রাসেল বলেন, মানবতার মা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের সবার জন্য সবকিছু নিয়ে বসে আছেন, আপামর জনতার জন্য যেকোনো প্রকল্প নিয়ে কেউ গেলে দিনের ব্যবধানেই তা বাস্তবায়ন করে দেন। কিন্তু আমরা সাধারণ মানুষ নিজের অবস্থান থেকে পরিবেশ সৃষ্টি না করে ভুল জায়গায় গিয়ে বসি। তাই আমাদের নিজেদের ভুলের কারণে অনেক সময় আকাঙ্ক্ষিত বস্ত্রাদি অন্যদের হস্তগত হয়ে যায়।

তাছাড়া তিনি স্থানীয় ক্যান্সার আক্রান্তদের জন্য অনুদান এবং করোনাকালীন বিভিন্ন টিম দ্বারা ক্যাম্প গঠন করে জনসচেতনতা বৃদ্ধি এবং তা বাস্তবায়নের জোরালো আশ্বাসও দেন।

তিনি সেবামূলক সংগঠন “মানবিক বাজার” এর প্রতিষ্ঠাতাসহ অন্যান্য স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে উপস্থিত সবার উদ্দেশ্যে আরও বলেন, যারা বিভিন্ন আর্থিক সমস্যার কারণে দুঃখ-দুর্দশাগ্রস্থ আছেন- সেসব মানুষদের ধারে ধারে গিয়ে সমস্যার কারণ চিহ্নিত করার পাশাপাশি আমাদের স্থান থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করা হবে। বিশেষ করে গ্রামের বৃদ্ধ, মহিলা এবং শিশুরা আর্থিক অসচ্ছলতার কারণে যেন কোন ধরনের সমস্যার সম্মুখীন না হন- সে ব্যাপারে আমরা সজাগ থাকবো। আর আমরা যে আজ শ’খানেক মানুষকে শীতবস্ত্র বিতরণ করলাম- তা কিন্তু আমাদের মূল কাজ নয়। এসবের বাইরেও আমাদের আরো অনেক সামাজিক দায়বদ্ধতা আছে এবং তা আমরা আন্তরিকতার সহিত করে যাব।