মাতৃভাষায় বিজ্ঞান চর্চার বিকল্প নেই: চবি উপাচার্য
চট্টগ্রাম আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াড উৎসব-২০২২
চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, শুধু বই মুখস্থ করে নয়, বইয়ের পড়াশোনার বাইরেও অনেক কিছু করার আছে শেখার। বিজ্ঞান তখনই দাম পাবে, যখন তা মানুষের যাবতীয় কাজে নিয়োজিত থাকবে এবং বিভিন্নমুখী কার্যক্রমে আরও বেশি এগিয়ে আসবে। আর মাতৃভাষায় বিজ্ঞান চর্চা করতে হবে। তাহলে সেটা আরও সহজ হবে৷ যেসব দেশ মাতৃভাষায় বিজ্ঞান চর্চা করছে, সেসব দেশ অনেক এগিয়ে আছে বিজ্ঞানের ক্ষেত্রে। মাতৃভাষায় বিজ্ঞান চর্চার বিকল্প নেই।
শুক্রবার (১ এপ্রিল) বেলা বারোটার দিকে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে জীববিজ্ঞান অলিম্পিয়াড চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে প্রধান অতিথির এসব কথা বলেন চবি উপাচার্য।
চবি উপাচার্য বলেন, বিজ্ঞানের প্রতি আগ্রহকে কাজে লাগিয়ে দেশের জন্য কাজ করার চেষ্টা করতে হবে। বিশ্বের মধ্যে ছোট্ট একটি দেশ আমাদের বাংলাদেশ সবার সহযোগিতায় মাথা স্বগৌরবে উচু করে দাঁড়াবে। আজকে যারা অলিম্পিয়াডে উপস্থিত হয়েছে তারা সঠিকভাবে গড়ে উঠলে এই দেশ পিছিয়ে থাকবে না। নতুন প্রজন্মের জন্য যাদের আয়োজন তাদের প্রতি কৃতজ্ঞতা।
চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. সুযত পাল বলেন, পুরো পৃথিবীর সব করোনা ভাইরাসকে ওজন দিলে ১০০গ্রাম হবে৷ এই ১০০গ্রামের করোনা পুরো পৃথিবীকে থমকে দিয়েছে। বিজ্ঞান চর্চার মাধ্যমে বিশেষ করে জীববিজ্ঞান চর্চার মাধ্যমে আমাদের সুস্থ জীবন পরিচালনা করা সম্ভব। এজন্য সকলের এ কাজে উদ্বুদ্ধ হওয়া দরকার৷
বিডিবিওর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, দুইবছর পর সশরীরে আমাদের জীববিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। করোনার রেশ কাটিয়ে এবছর আবারও সবার সহায়তায় অলিম্পিয়াড করতে পারছি বলে অনেক ভালো লাগছে। এবার আমাদের লক্ষ্য আর্মেনিয়ার ইরেবান। সেখানে ইরেবান বিশ্ববিদ্যালয়ে ফাইনাল অনুষ্ঠান হবে। অংশ নেবে বিশ্বের ৮৮ টি দেশ। দিন যতই যাচ্ছে আমাদের এই অলিম্পিয়াড শিক্ষার্থীদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে। আমাদের লক্ষ্য উৎসবটিকে প্রত্যেকটি জেলা-উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. সুযত পাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর ডা. জি এম জাকির হেসেন ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চল উপ-পরিচালক দেবব্রত দাশ। শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক সমকালের ব্যাুরো প্রধান সারোয়ার সুমন। জীববিজ্ঞান অলিম্পিয়াড চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান এর সভাপতিত্ব করেন৷ আরও উপস্থিত ছিলেন চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. লায়লা খালেদা।
এসময় প্রায় সাড়ে চার শত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর মধ্যে বিজয়ীদের পুরস্কৃত করা হয়৷ এছাড়া প্রশ্ন-উত্তর পর্বে নানা বিষয় আলোচনা হয়৷