তরুণেরা সৃষ্টির কথা বলবে : ডা. শাফকাত হায়দার

ক্যাম্পাস নিউজ ভিত্তিক সংবাদ পোর্টাল ‘দ্যা ক্যাম্পাস নিউজ’ এর ফেইসবুক পেইজের লাইভ অনুষ্ঠান আবারো শুরু হচেছ । শিক্ষার্থীদের শিক্ষা, সামাজিক ও অন্যান্য বিষয়কে মাথায় রেখে ক্যাম্পাস নিউজ বিগত দিনগুলোতে এই লাইভ অনুষ্ঠান আয়োজন করে আসছিল।

করোনার সময়ে শিক্ষা, স্কলারশিপ, চাকুরি, দক্ষতা বৃদ্ধি, নারী উদ্যোক্তা, করোনা ও স্বাস্থ্য সচেতনতাসহ ইত্যাদি অনেক বিভিন্ন বিষয়ে লাইভ অনুষ্ঠান পরিচালনা করেছে ‘ক্যাম্পাস নিউজ’। এতে বিভিন্ন সময় যুক্ত ছিলেন দেশের চিকিৎসক, শিক্ষাবিদ, নারী উদ্যোক্তা, মিস বাংলাদেশসহ স্বনামধন্য অনেক ব্যক্তিত্ব।

বিগত দিনগুলোতে ৪৮টি লাইভ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ৪৯তম লাইভ অনুষ্ঠান শুরু হবে ১৮ই মার্চ শুক্রবার থেকে। এ পর্বে অতিথি হিসেবে থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, দক্ষ সংগঠন ও সংগীত শিল্পী জি,আর অন্তর। উপস্থাপনায় থাকবেন ক্যাম্পাস নিউজের সমন্নয়ক সাবরিনা করিম সূহী।

লাইভ অনুষ্ঠান নিয়ে ক্যাম্পাস নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক ডা. শাফকাত হায়দার চৌধুরী বলেন, তরুণ সৃষ্টির কথা বলবে, একই সাথে দেশ ও সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে করবে সমালোচনা তাহলেই একটি দেশ বড় হবে । আর সেই উপলক্ষে ক্যাম্পাস নিউজ পুনরায় শুরু করতে যাচ্ছে গঠনমূলক আলোচনা ও সমালোচনার অনুষ্ঠান। আমার সত্যি কথা বলবো আর শুনবো অভিজ্ঞতার কথা। এই মূলমন্ত্র কে সামনে রেখে আগামী ১৮ই মার্চ আমাদের ৪৯ তম পর্ব দেখার আমন্ত্রণ রইলো সবাইকে। আপনাদের অংশগ্রহণ আমাদের এগিয়ে নিয়ে যাবে নতুন ভবিষ্যতের দিকে।