প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের দু গ্রপ সংঘর্ষে জড়ায়।

আজকে দুপুর ২ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্যান্ডেলে অবস্থান নেয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রলীগ ও কবি জসীমউদ্দিন হল ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা কলেজের এক ছাত্রলীগ কর্মী জানান, আমরা মিছিল নিয়ে বটতলায় ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নির্দেশে মঞ্চের ডান দিকে সামনে অবস্থান করে স্লোগান দিতে থাকি। হঠাৎ করেই জসীমউদ্দিন হলের নেতাকর্মীরা মিছিল নিয়ে ধাক্কাধাক্কি করতে থাকে। এক পর্যায়ে তারা তাদের ব্যানারের লাঠি খুলে পেটায়।

ভিডিও ফুটেজে দেখা যায়, ঢাকা কলেজের নেতাকর্মীরা মিছিল নিয়ে ডান দিকে অবস্থান করে। কবি জসীমউদ্দিন হল ছাত্রলীগের নেতাকর্মী পিছনে অবস্থান করে। জায়গা নেয়াকে কেন্দ্র করে হঠাৎ দু পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দু পক্ষ একে অপরের দিকে জুতা ছুঁড়ে মারতে থাকে। চেয়ারও ছুঁড়ে মারতে দেখা যায়। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দু পক্ষকে শান্ত করতে থাকে। শান্ত করা কালিনও এক পক্ষ অপরপক্ষের দিকে জুতা মারতে দেখা যায়।