হরতালের সমর্থনে মগবাজারে ছাত্রদলের মিছিল
মহাসমাবেশে পুলিশি হামলার অভিযোগে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল করেছে ছাত্রদল।
রোববার (২৯ অক্টোবর) মগবাজারে মোড়ে এ মিছিল করে দলটি।
মিছিল শেষে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে ৷ আমরা এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। আমরা ভোটার অধিকারের জন্য আন্দোলন করছি।
সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাজিদ হাসান বলেন, এই সরকারের সব হামলা মামলা ষড়যন্ত্র মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই এই আন্দোলনকে নিশ্চুপ করতে পারবে না। জনগণের এই আন্দোলন সফল হবেই।
মিছিলটি ইনসাফ মেডিকেল থেকে মগবাজার রেইলগেটে আসলে রেইল লাইনে আগুন ধরিয়ে দেয় । এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ঝলক মিয়া, মুতাছিম বিল্লাহ্ , কামরুজ্জামান আসাদ, সুরুজ মন্ডল, যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম সুজন, লিটন খান, মশিউর রহমান, সালাউদ্দিন, আরিফুল ইসলাম, বৃত্তি ও ছাত্র কল্যাণ সম্পাদক আরিফ, প্রশিক্ষণ সম্পাদক রিয়াজুল বাপ্পি, অর্থ সম্পাদক রিয়াজ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক জিএম ফখরুল, সহ বিভিন্ন কলেজ ও মহানগর ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার (২৮ আক্টোবর) নয়াপল্টনে বিএনপির সমাবেশ ছিল। সমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বেলা তিনটার দিকে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। সমাবেশ পণ্ড হওয়ার আগমুহূর্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের হরতালের ঘোষণা দেন। পরে জামায়াতে ইসলামীও আলাদা করে হরতাল আহ্বান করেছে।