ছাত্রদলের সাজিদের নেতৃত্বে মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ১৯ ও ২০ নভেম্বর ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক হরতাল সমর্থনে মোহাম্মদপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার (১৯ নভেম্বর) মোহাম্মদপুর থানা সংলগ্ন সাত মসজিদ রোডে এ মিছিল করা হয়।
এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাজিদ হাসান মিছিলের নেতৃত্বে দেন।
সাজিদ হাসান বলেন, একতরফা তফসিল ঘোষণা করে সরকার অবৈধ ভাবে ২০১৩ এবং ২০১৪ সালের মত নির্বাচন করতে চাচ্ছে। কিন্তু কোন ষড়যন্ত্র আর কাজে লাগবে না। জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথেই এই ফ্যাসিস্ট সরকারকে পতন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে
এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে এক দফা দাবী ও অবৈধ তফসিল বাতিল চেয়ে হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে।